ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি ড্র অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 28, 2025 9:12 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা ওএমএস (ওপেন মার্কেট সেল) কমিটির জরুরি সভা এবং ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের উপস্থিতিতে মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য ওএমএস ডিলার নিয়োগের উদ্দেশ্যে উন্মুক্তভাবে লটারি অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের বিপরীতে মোট ১০১ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। লটারির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৯ জন ডিলার নির্বাচন করা হয়।

নির্বাচিত ডিলাররা হলেন: ১ নম্বর ওয়ার্ড: আনিসুজ্জামান বাবু, ২ নম্বর ওয়ার্ড: আশরাফুল হক, ৩ নম্বর ওয়ার্ড: সাইদুর রহমান,৪ নম্বর ওয়ার্ড: আবুল কালাম, ৫ নম্বর ওয়ার্ড: বিল্লাল,৬ নম্বর ওয়ার্ড: ডাবলু,৭ নম্বর ওয়ার্ড: গোলাম মোস্তফা কালু,৮ নম্বর ওয়ার্ড: দিল আফরোজ এবং ৯ নম্বর ওয়ার্ড: হাজি বাবর আলী/.

,লটারি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী, এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।