রবিউল ইসলাম লালমনিরহাট। ঐতিহ্যবাহী বড়বাড়ীর হাটে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বড়বাজী হাট বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। শনিবার (২৭ জুলাই) বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় স্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এই নির্বাচনে৭ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন১১৯৫ জন, যাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০৭ জন। বাতিল হয় ৩৮৮টি ।
সভাপতি পদে মোঃ সাজেদুল ইসলাম (সাজে) (প্রতীক: চেয়ার ) ৫৮৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো :গোলাম রব্বানী মাস্টার (আনার) পেয়েছেন ৫৩৪ ভোট। ও
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এরশাদ ইসলাম( লাভলু) (টিউবওয়েল ) ৭২৯ভোট পেয়ে,জয়ী তার প্রতিদ্বন্বী
সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোঃজাকির হোসেন (তাজু) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
অন্য নির্বাচিতরা হলেন:
দপ্তর সম্পাদক: মোঃ বেলাল হোসেন (চাকা), কোষাধ্যক্ষ: মোঃ জুয়েল সরকার (তপন) (হাতি ), ক্রীড়া সম্পাদক মো তাহের (ব্যাট) সম্পাদক: আ. মান্নান
ভোটাররা জানিয়েছেন, নির্বাচনটি যেকোন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে। পুরো ভোটগ্রহণ হয়েছে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে।
১০ নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা (লিমন) বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেছেন।”
নির্বাচনের ফলাফল রাত ১০টায় ঘোষণা করেন৷ বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক, ও বড়বাড়ী হাট বণিক সমিতির, প্রধান নির্বাচন কমিশনার মোঃ রিয়াজুল ইসলাম (রাজু)