Fri. Nov 22nd, 2024

বিরলে আন্তর্জাতিক সীমানা পারাপারের সময় ১ জন মানব পাচারকারীসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক সীমানা পারাপারের সময় ১ জন মানব পাচারকারীসহ ২ জন সাধারণ বাংলাদেশীকে আটক করেছে বোর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র কাড়োলিয়া পাড়া নামক স্থানের এনায়েতপুর বিওপি’র সীমান্ত পিলার ৩২১/৪-এর নিকটবর্তী আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশী কিছু নাগরিক বাংলাদেশ হতে ভারতে অবধৈভাবে পারাপারের সময় বিজিবি’র একটি টহলদল ৩ জনকে চ্যালেঞ্জ করে আটক করতে সক্ষম হয়। আটকৃতরা হলেন, একই ইউনিয়নের বামনগাঁও গ্রামের মহেশ চন্দ্র সরকারের ছেলে গৌতম চন্দ্র সরকার (৪২) একই ইপজেলার ৩নং ধামইড় ইউপি’র সেনগ্রামের ভুপেন্দ্র নাথের ছেলে জীবন কুমার রায় (১৯) ও একই গ্রামের কালু রায়ের ছেলে চয়ন কুমার (১৯)। আটককৃতদের বিরল থানায় সর্পোদ করা হয়েছে। এর মধ্যে গৌতম চন্দ্র সরকার (৪২) এক মানব পাচারকারী  বিষয়টি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

Related Post

Leave a Reply