আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: গাংনীতে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা এবং বিজিবি ও পুলিশের নানা উদ্যোগ গ্রহন করার কথা উল্লেখ করা হয়েছে। সভায় মাদক, রাস্তা ঘাটের নিরাপত্তা, শিক্ষা অফিসের অনিয়ম, দুর্নীতি নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, বিজিবির কাজীপুর কোম্পানী কমান্ডার হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের প্রতিনিধি এস,আই রকিবুজ্জামান , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ , সিনিয়র সাংবাদিক অমিরুল ইসলাম অল্ডাম সহ সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।