এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগম এর সমাধীতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
২৮ জুলাই সোমবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৭নং ওয়ার্ডে সমাহিত মাসুমা বেগমের মর্মান্তিক মৃত্যুতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী মাসুমা বেগম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
উইং কমান্ডার এবিএম সরোয়ার জাহান এর নেতৃত্বে বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন নিহত মাসুমার স্বামী মোঃ সেলিম, ছেলে আবদুল্লাহ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।