আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং ৫ আগস্ট অনুষ্ঠিতব্য অনুষ্ঠান সফলভাবে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রুহুল আমিন প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৪ আগস্ট জুলাই যোদ্ধাদের মায়েদের সংবর্ধনা এবং ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।