মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় বিশিষ্ঠ ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ খোদা মোহাম্মদ নাজির এ রায় দেন। মামলা সুত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ১৫ই জানুয়ারি পীরগঞ্জের এলাকার ব্যবসায়ী আশরাফুল বাসা থেকে বের হওয়ার পরে তার কোন সন্ধান না পাওয়ায় পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার স্বজনরা। ঘটনার একমাস পর ১৫ ফেব্রুয়ারী স্থানীয় চতরা এলাকার বন্যা আশ্রয়ণ কেন্দ্রের একটি সেফটিক ট্যাংক থেকে ব্যবসায়ী আশরাফুলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের স্ত্রী মোর্শেদা বেগম বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় খালেক নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। আসামি খালেক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। পুলিশ তদন্ত শেষে আসামি খালেকসহ ৫ আসামির বিরুদ্ধে আদালতে চাজশীট দাখিল করে।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরার শেষে আসামি খালেক কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ও চার আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণাার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।