আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে চাঁদাবাজি করতে গিয়ে আব্দুল রউফ (৪৮) নামের এক ভূঁয়া সাংবাদিক গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। ভূঁয়া সাংবাদিক আব্দুর রউফ মেহেরপুর শহরের বাসিন্দা।
মঙ্গলবার দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রউফ বাঁশবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে গ্রাম্য চিকিৎসক আব্দুল মাবুদের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা চাঁদা আদায় করেন। সোমবার ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে টাকা আদায়ের পর মঙ্গলবার পূনরায় ফোন করে অতিরিক্ত ১ লাখ টাকা দাবি করেন। মঙ্গলবার রাতের দিকে পূনরায় টাকা নিতে আসলে স্থানীয়দের সন্দেহ হয় এবং একপর্যায়ে তাকে আটক করে গণপিটুনি দেয়া হয়। পরে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রউফকে হেফাজতে নেয়।উল্লেখ্য, আব্দুর রউফ একজন প্রতারক। কয়েকমাস আগে মেহেররপুর শহরের মল্লিকপাড়ায় স্বাস্থ্য সেবা নামে একটি ক্লিনিক সাইন বোর্ড টাঙ্গিয়ে সেই প্রতারক নিজেকে ডাক্তার পরিচয় ব্যবস্থা করছিল। স্থানীয়দেও সন্দেহ হলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঐ ডাক্তার আব্দুর রউফকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিক বন্ধ ঘোষনা করেছিলেন।
গ্রাম্য চিকিৎসক আব্দুল মাবুদ জানান,সোমবার সে এসে আমাকে নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে মঙ্গলবারে বারবার ফোন করে আরও টাকা দাবি করে। রাতে টাকা নিতে এলে আমি তাকে চ্যালেঞ্জ করি, তখন স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।