ঢাকাWednesday , 30 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের পরিদর্শন

Mahamudul Hasan Babu
July 30, 2025 1:27 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নের প্রকল্প পরিদর্শন করেন ঢাকা খামার বাড়ি কৃষি প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন ও ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম।
শিমুলিয়া ইউনিয়নের গোপিনাথপুর মাঠে স্থাপিত পানি সাশ্রয়ী বারিড পাইপ, শিমুলিয়া ফার্ম হাউজ পলিনেট হাউজ, ফার্মার্স ক্লাইমেট স্মার্ট ক্লাব, মাটির প্রাণ ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন প্রদর্শনী, উচ্চমূল্য ফসল (হলুদ) উৎপাদন প্রদর্শনী, গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারী মাঠে স্থাপিত বিদ্যুৎ সাশ্রয়ী সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন এবং পানি সাশ্রয়ী বারিড পাইপ স্থাপনসহ বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসের মাধ্যমে শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নে ২৪০ জন কৃষকের মাঝে প্রকল্প হতে বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রপাতিসহ উপকরণ বিতরন সহ কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে ১০ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় প্রকল্পের মাধ্যমে।