ঢাকাTuesday , 8 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে বিএনপি’র লোক বলে মারপিট ও ককটেল বিস্ফোরণের মামলায় আরও ২ আওয়ামী লীগ নেতা আটক

Mahamudul Hasan Babu
October 8, 2024 3:12 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে বিএনপি’র লোক বলে মারপিট ও ককটেল বিস্ফোরণের মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে আরও ২ আওয়ামীলীগ নেতাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আটকৃতরা হলেন- বিরল ৫ নং ইউনিয়নের রবিপুর সরকারপাড়া গ্রামের মৃত পেশার উদ্দীন এর ছেলে বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (৫৫) ও বাগাড়াপাড়া গ্রামের আব্দুল আজিজ এর ছেলে ১০ নং ইউনিয়ন রানীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান (৩৪)। এর আগে ১ জন এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩জন আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃতদের মধ্যে ৭ অক্টোবর/২০২২৪ অজ্ঞাতনামা আসামী সিদ্দিকুর রহমানকে, ৬ অক্টোবর/২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল আজিজকে, ৪ অক্টোবর/২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল কুদ্দুস ও আব্দুর রহমানকে ৩ অক্টোবর/২০২৪ এজাহার নামীয় আসামী আব্দুস সালাম লিটন ও অজ্ঞাতনামা আসামী সহিদুল ইসলামকে আটক করা হয়। আটককৃতরা সকলে আওয়ামীলীগ নেতা।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিরলের ২নং ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে বিএনপি’র লোক বলে মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জেলা বিএনপি’র সদস্য এবং বিরল উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী বাদী হয়ে বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুসেন আলীসহ ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় গত ২৮ আগস্ট ২০২৪ তারিখে একটি মামলা নং ১৩ দায়ের করে।