আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৪-২৫ অর্থ বছরের বিশেষ বরাদ্দের অনুকূলে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর দাসপাড়ায় হতদরিদ্রের মাঝে স্বাস্থ্য সম্মত সেমিপাকা ল্যাট্রিন স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোজবাহ উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী তাসরিফ হোসেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, সমন্বয়কারী শ্যামল কুমার দাস প্রমুখ।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেডিও) এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। ঝিকরগাছা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোজবাহ উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী তাসরিফ হোসেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, সমন্বয়কারী শ্যামল কুমার দাস প্রমুখ।