ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির কেন্দ্রের সিদ্ধান্তকে প্রত্যাখান করে বিএনপি’র দুই নেতার বহিস্কারাদেশ প্র্যতাহারে দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চার রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ আইয়ুব আলী খান ও সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ।
তারা বলেন, গত ১২ জুলাই বিএনপি’র সম্মেলনে ফলাফল ঘোষণার পর মহাসচিবের ভাইয়ের গাড়ী ভাংচুরের ঘটনা ঠাকুরগাঁও জেলা বিএনপি ভিন্নভাবে কেন্দ্রে দাখিল করেছে। কেন্দ্র বিষয়টি তদন্ত না করেই নব নির্বাচিত উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমানকে গতকাল রাতে বহিস্কার করেছে। কেন্দ্রের এ সিদ্ধান্ত তৃর্ণমূল বিএনপি’র নেতাকর্মীদের ব্যথিত করেছে।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত আগামী ৩ দিনের মধ্যে পরিবর্তন করে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিস্কারাদেশ তুলে না দিলে আমরা বিক্ষোভ নিয়ে কেন্দ্রে যাবো। জন্মলগ্ন থেকে বিএনপি করি, উড়ে এসে জুড়ে বসে অনেকেই বড় বড় কথা বলছে। কেন্দ্রের কাছে অনুরোধ এসব তদন্ত করুন। বালিয়াডাঙ্গী বিএনপিটাকে ধ্বংস করে দিবেন না।
এর আগে দুপুরে কেন্দ্রের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচী ঘোষণা করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। দলটির উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এ কর্মসূচী ঘোষণা দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ । বুধবার বিকালে বিক্ষোভ, বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিকদল, উপজেলা তাতীদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।