সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের অধিকার থেকে বঞ্চিত কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছে কোটচাঁদপুরের শিক্ষক ও অভিভাবকরা।
বুধবার কোটচাঁদপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃষ্টি বাদল উপেক্ষা করে তারা ঘণ্টাব্যাপি মানববন্ধন করেন। কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনের রাস্তায় সকাল ১১টায় থেকে ১২ পর্যন্ত চলে মানববন্ধন। উপজেলার ১১ টি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থী ফেস্টুন হাতে মানবন্ধনে অংশ গ্রহণ করে।
কোটচাঁদপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী জানান, ২০০৯ সাল থেকে সরকারী প্রাইমারি স্কুলের মতই মেধা যাচাইয়ের জন্য কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুয়োগ সৃষ্টি করা হয়। সর্বশেষ ২০২২ সালে বৃত্তি পরীক্ষায় অংশ নেন কিন্ডারগার্টেন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারী নিদের্শনা মোতাবেক দুই বছর বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে আবার বৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগ সৃষ্টি করা হলেও বঞ্চিত করা হয়েছে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের। যার প্রতিবাদে আজ শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের এ মানবন্ধন বলে তিনি জানান। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।