পঞ্চগড় প্রতিনিধি; পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ড বিতরণে অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রতিবাদ করায় ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য লাভলী আক্তারকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) ও বোদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান সম্রাটের বিরুদ্ধে।
বুধবার বিকেলে বোদা উপজেলা রিপোর্টাস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন এই মহিলা ইউপি সদস্য।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড বিতরণে অনিয়ম ও অর্থ লেনদেনের করা হয়েছে। ভিডব্লিউবি কার্ড বরাদ্দে প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে ২৭৫টি কার্ডের আবেদন প্রক্রিয়ার সময় সেনাবাহিনী উপস্থিত থেকে নিয়ম অনুযায়ী বিতরণের নির্দেশ দিলেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌইবুর রহমান ও ইউপি সদস্য মামুনুর রশিদ জুয়েল নিজস্ব ব্যক্তিদের মনোনীত করছেন। অসহায় ও গরিব ভোটারেরা কার্ড নিতে চাইলে ইউপি সদস্য মামুনুর রশিদ জুয়েল তাকে ১০ হাজার টাকা ঘুষ দিতে বলেন। পরে নিরুপায় হয়ে অর্থ প্রদান করেন তারা।
এ নিয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে তদন্ত কমিটি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে তিনি গত ২৩ জুলাই প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য পুরুষ ও মহিলা, ট্যাগ অফিসার সহ অভিযোগকারী ও অভিযুক্তদের বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপস্থিত হতে চিঠি ইস্যু করেন। পরে অভিযুক্ত ইউপি সদস্য মামুনুর রশিদ জুয়েল ও প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান তাদের সাজানো কিছু লোকজন নিয়ে এসে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন।
এসময় আমাকে ধমক দিয়ে জোর করে কাগজপত্রে সাক্ষর নেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও বোদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান সম্রাট।
এসময় তিনি বলেন, সাংবাদিকদের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে যে অভিযোগ দিলেন সারা দেশের মানুষ দেখল এতে কি লাভ হলো। পুরো ইউনিয়নের মানুষকে আপনি হেয় করলেন। আজকে আপনাকে সাক্ষী আনতে বলা হয়েছে আপনি আনেন নি কেন। অথচ তিনি আমাকে কোন কিছুই বলেন নি।
পরে আমাকে হুমকি দিয়ে বলেন, আপনার খবর করবো আমরা। এই মহিলার ভিডিও নিয়ে রাখেন।
এবিষয়ে জানতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও বোদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান সম্রাটের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেন নি।