মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমিকে পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার ( ৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং বিদায়ী মৎস্য কর্মকর্তার স্মৃতিচারণমূলক স্বাগত বক্তব্য রাখেন। বিদায়ী মৎস্য কর্মকর্তার স্মৃতিচারণ সহ নিজস্ব অনুভুতি ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল প্রমুখ। বক্তারা বলেন, বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনীরা সুমি একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি আন্তরিক। তিনি সকল মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে আন্তরিকভবে সুন্দর আচরণের মাধ্যমে সেবা দিয়েছেন।
বিদায়ী মৎস্য কর্মকর্তা আবেগাপ্লুত হয়ে বলেন, আটোয়ারীতে মৎস্য সম্পদ উন্নয়নের চেষ্টা করেছি। দায়িত্ব পালনে অনেকেই সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ। পরবর্তী কর্মস্থলে যেন আরো ভালো করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। তিনি আবেগাপ্লুত হয়ে তার দু’টি শিশু সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
সিরাজাম মুনীরা সুমি আটোয়ারীতে ২ বছর ১০ মাস দায়িত্ব পালন করে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি একজন জনবান্ধব মৎস্য কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন। আলোচনা শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী মৎস্য কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।