নাটোর প্রতিনিধি : নাটোরের মাধনগর ও পিপরুল ইউনিয়নে এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন ও ইয়াং ডেভেলপমেন্ট সোসাইটি উদ্যোগে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতা ৪০০ ফলজ, ফুল ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিপরুল ইউনিয়নের শান্তিপুর আদর্শ গ্রামে সুপারি গাছের চারা রোপণ করেন বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম।
বাঁশিলা, পাটুল, হাওলাদার পাড়া, কুমদবাটী, শ্যামলাগর খেয়া ঘাট, শান্তিপুর ঘোষ পাড়া, শান্তি পুর আদর্শ গ্রাম এলাকার রাস্তা, বাজার, মসজিদ, মাদরাসা , মন্দির ও বিদ্যালয়ে এসব গাছের চারা রোপণ করা হয়।
এ সময় নলডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ কিশোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা, হাসিবুল হাসান সুজন,এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ আতাউর রহমান মোল্লা,এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি মোঃ আরিফুল ইসলাম,ইয়াং ডেভেলপমেন্ট সোসাইটি সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য মোঃ জহিরুল ইসলাম, বাচ্চু, আবুল কালাম, মোঃ মুকুল মোল্লাসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা বৃক্ষরোপণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি তারই ধারাবাহিকতা এই বছর বৃক্ষরোপণ আমার করছি ।