সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছয়টি জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন রোগীর মাঝে মোট নয় লাখ টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেক বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তিনি বলেন, সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি সমাজসেবা অফিসে এসে আবেদন করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আবেদন করতে কোনো অর্থের প্রয়োজন নেই, শুধুমাত্র চিকিৎসকের বৈধ কাগজপত্র জমা দিলেই যথাযথ প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি- প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী ও আশরাফুল ইসলাম।
এ ছাড়াও সোহরাব আলী ও নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সহায়তা শুধু আর্থিক নয়, বরং অসহায় রোগীদের জন্য এটি এক ধরনের মনোবল ও আশার উৎস। তারা আরও জানান, এই ধরণের কার্যক্রম যেন নিয়মিতভাবে অব্যাহত থাকে এবং প্রকৃত রোগীরা যেন উপকৃত হন, তা নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং উপকার হবে রোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন।