ঢাকাThursday , 31 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চুরি ডাকাতি ও খুনের ঘটনায় উদ্বিগ্ন তারাগঞ্জবাসী: রোববার বিশেষ বৈঠক 

Mahamudul Hasan Babu
July 31, 2025 12:54 pm
Link Copied!

এম.এ.শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও খুনের মতো একের পর এক ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক অপরাধের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।

গত ২৮ জুলাই রাতে উপজেলার বুড়িরহাট এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বাবুকে গলা কেটে হত্যা করে পুকুরপাড়ে ফেলে রেখে যাওয়ার ঘটনা জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এর মাত্র একদিন আগে, ২৭ জুলাই কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী সেনপাড়ায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল। তার আগের দিন ২৫ জুলাই রাতে সয়ার ইউনিয়নের বড় দোলাপাড়ায় গোলাম মোস্তফার বাড়িতেও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এর আগে ৮ জুলাই কুর্শা ইউনিয়নের ঝাকুয়া পাড়ায় কৃষক মেনারুল ইসলামের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়। ২৯ জুলাই একই ইউনিয়নের গোমস্তাপাড়া গ্রামে পাশাপাশি তিনটি বাড়ি থেকে চুরি হয় আরও ৪টি গরু।

এদিকে ইকরচালী ইউনিয়নের দোহাজারী কওলাপাড়া গ্রামে ৫ জুলাই রাতে সবুজ মিয়ার দুটি গরু চুরি হয়। এছাড়া, প্রামাণিকপাড়া গ্রামে এক রাসায়নিক সার ব্যবসায়ী সাকলাইন প্রামাণিক ও তার পরিবারের সদস্যদের বেঁধে রেখে ২৫ লাখ টাকা নগদ অর্থ ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে সংঘবদ্ধ ডাকাতদল।

ব্রাদার্স কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক জানিয়েছেন, কিছুদিন আগে তাদের স্টোরেজে সংঘটিত ডাকাতিতে প্রায় ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার ভাষায়, এই পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত দেড় মাসে চুরি ও ডাকাতির পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। একের পর এক চলতে থাকা অপরাধ এখনই রোধ করার না গেলে ন সাধারণ মানুষের জানমাল চরম ঝুঁকির মধ্যে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার সব সড়কে ১৫টি চেকপোস্ট বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজও শুরু হয়েছে।

তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে থানা পুলিশ ও সেনা ক্যাম্পের যৌথ টহল জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম স্বয়ং টহল কার্যক্রমে অংশ নিয়েছেন।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে  স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, গ্রাম পুলিশ ও সুধীসমাজকে নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।