আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর অলিনগর গ্রামে সাধুর বেশে অসাধু গাঁজাখোর ভন্ড মুরীদানদের স্বাক্ষর নিয়ে দরবার শরীফের দাবিতে সাধু সংঘ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । বিগত ২৭ জৈষ্ঠ্য , ১০ জুন ,২০২৫ ইং তারিখে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের কতিপয় ভন্ড গাঁজাখোর মুরীদানদের নিয়ে অলিনগরে সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। ক্রয়কৃত দলিলী সম্পত্তি জবরদখল নিতে প্রয়াত মদন মাস্তানের দরবার শরীফের কার্যক্রম চালু রয়েছে বলে জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সাধু সংঘ অনুষ্ঠানের পর প্রতিপক্ষ সিরাজুল ইসলাম সাধু বাবা ও স্থানীয়দের নিকট থেকে দরবার চালু রয়েছে মর্মে মিথ্যা স্বাক্ষর করিয়ে নেয়। জালিয়াতি জানাজানি হলে সাধু বাবাদের নিকট তথ্য গোপন করে স্বাক্ষর নিয়েছে বলে তারা জানান। এসময় সাধু মুরীদানরা বলেন, আমরা কখনও কেউ মরহুম মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের ছেলে সিরাজুল ইসলামকে কোনদিন দেখিনায়। জানা গেছে, প্রতিপক্ষ সিরাজুল ইসলাম ও তার ভাই মিরাজুল ইসলাম (পুলিশ সদস্য) গাংনী পৌর সভার ৩ নং ওয়ার্ড চৌগাছা ঘোনা পাড়া গ্রামের বাসিন্দা। মদন মাস্তান দীর্ঘদিন কাতলামারি গ্রামে থাকার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করলে তার আস্তানাতে কবরস্থ করা হয়। যেহেতু অলিনগরে মদন মাস্তানের মাজার শরীফ নেই এবং এখানে কোন দরবার চলে না। স্বাক্ষরকারি কাতলামারি গ্রামের মতিউর রহমান জানান, ৩০ বছর যাবত মদন মাস্তানের সাথে আমার সম্পর্ক। আমাকে ধোকা দিয়ে স্বাক্ষর নেয়া হয়েছে। দরবার শরীফ না থাকায় ২০০৫ সালে লিখিতভাবে বাতিল করা হয়েছে। আরও জানা গেছে, উক্ত জালিয়াতি চক্র অস্থায়ীভাবে একটি কমিটি করে কাতলামারি থেকে মদন মাস্তানের লাশ চুরির অভিসন্ধি করেছিল। যেহেতু কাতলা মারিতে মদন মাস্তান আশ্রম করে এবং পরবর্তীতে সেখানে তিনি মারা যান।
পুলিশ সদস্য পরিচয়ে প্রভাব খাটিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিকভাবে হেয় ও মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী নুরুন্নাহার আক্তার প্রাণনাশের হুমকির ভয়ে বাড়ি ছাড়া হলেও ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষদের নানা ষড়যন্ত্র । নিরাপত্তাহীনতায় অন্যের বাড়িতে আশ্রয় নিলেও নানাভাবে অপমান অপদস্ত ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে ।
জালাল উদ্দীন (গুরুবাবা মুরীদান)জানান, অলিনগর গ্রামে ৩০৭ দাগে ২০০৬ সালে মরহুম হাফিজুর রহমানসহ ৩ বোন, ২ ভাই ও মা জমি বিক্রি করে দিয়েছিল। ঐ জমিতে বাড়ি ছিল।
মুুক্তিযোদ্ধা স্বামী মারা যাওয়ার পর থেকেই প্রতিপক্ষরা জমি দখল না দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। বাড়ির জমি দখল পেতে নুরুন্নাহার আক্তার দীর্ঘদিন যাবত পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও ন্যায্য বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে।
প্রতিপক্ষরা নানাভাবে হুমকি -ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জমি দখল নিতে গেলে মালিক পক্ষকে মারপিট ও জীবননাশের হুমকিও অব্যাহত রেখেছে।এমতাবস্থায় প্রতিপক্ষের দাপট ও ভাড়াটে লাঠিয়াল বাহিনীর কাছে প্রাণভয়ে অসহায় হয়ে পড়েছে প্রকৃত ওয়ারিশ নুরুন্নাহার আক্তার।
জানা গেছে, এই বাড়ির সামনে অর্থ্যাৎ মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশে অলিনগর গ্রামে দীর্ঘদিন যাবত মা ও সাধনা দুঃস্থ নারী কল্যাণ সংস্থা নামে বড় আকারের একটি সাইন বোর্ড দেয়া ছিল। প্রতিপক্ষরা সেই সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দরবার শরীফ নামে সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছে।
নুরুন্নাহারের বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন বানোয়াট। অভিযোগকারী নুরুন্নাহার আকতার জানান ,সরেজমিনে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদেও আইনগত ব্যবস্থা নিতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।