ঢাকাThursday , 31 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 31, 2025 2:33 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে অর্ন্তভূক্ত করার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর পক্ষে বোদা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিত আলোচনায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানানো হয়।
এ সময় বোদা পৌরসভার সাবেক কাউন্সিল শাহজাহান সিরাজ ও মামুনুর রশিদ তাদের বক্তব্যে বলেন, বোদা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডবাসী দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে। বোদা পৌরসভার বাসিন্দা হওয়া স্বত্বেও তাদের সকল প্রশাসনিক কাজ সহ পঞ্চগড় ১ আসনে তাদের অর্ন্তভূক্ত করা হয়েছিল। এ কারণে তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। বর্তমানে পঞ্চগড়-২ আসনে তাদের অর্ন্তভূক্ত করার কারণে সমস্যার নিরসণ হওয়ায় স্থানীয় জনগন অনেক খুশি।