বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে অর্ন্তভূক্ত করার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর পক্ষে বোদা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিত আলোচনায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানানো হয়।
এ সময় বোদা পৌরসভার সাবেক কাউন্সিল শাহজাহান সিরাজ ও মামুনুর রশিদ তাদের বক্তব্যে বলেন, বোদা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডবাসী দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে। বোদা পৌরসভার বাসিন্দা হওয়া স্বত্বেও তাদের সকল প্রশাসনিক কাজ সহ পঞ্চগড় ১ আসনে তাদের অর্ন্তভূক্ত করা হয়েছিল। এ কারণে তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। বর্তমানে পঞ্চগড়-২ আসনে তাদের অর্ন্তভূক্ত করার কারণে সমস্যার নিরসণ হওয়ায় স্থানীয় জনগন অনেক খুশি।