ঢাকাSaturday , 2 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবকদের সমাবেশ  অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 2, 2025 5:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আখতার এর সঞ্চালনায় অভিভাবকদের সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর জেলা জামায়েত ইসলামির রাজনৈতিক সেক্রেটার কাজী রুহুল আমিন, জেলা বিএনপির সদস্য আনসারুল হক,হোসনেয়ারা বেগম, আশরাফুন নেছা, রেহেনা বেগম,খন্দকার মুইজ,হাসনাত জামান।

পরে জুলাই অভ্যুত্থানে আহতের মায়েদের শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। এর আগে জেলা তথ্য বিশ্বের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে ঘটনা বলে নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক, সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি, সাজেদুল ইসলাম, আবীর আনসারী, শেখ তৌহিদুল কবীর,মেহেরপুর সরকারি কলেজে প্রভাষক বশির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ,ইন্সপেক্টর বজলুর রহমান, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার কাজী আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।