আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সেচযন্ত্রে বিদ্যুৎ স্পৃষ্টে শওকত আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
২ সন্তানের জনক শওকত আলী জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ফরাতুল্লাহ এর ছেলে।
আজ রবিবার সকাল ১০ টার দিকে ভাটপাড়া গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,শওকত আলী গ্রামের একটি মাঠে বিদ্যুতচালিত সেচপাম্প চালু করতে গিয়েছিলেন। এসময় সেচ পাম্পের অরক্ষিত তারে শরীর স্পর্শ করলে,সে গুরুতর ভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।