ঢাকাWednesday , 9 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় দূর্গা পুজা উপলক্ষে বিএনপির উপহার বিতরণ

shahin
October 9, 2024 9:10 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় আসন্ন দূর্গা পুজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

আজ বুধবার উপজেলার পাঁচপীর ইউনিয়ন ফরহাদ হোসেন আজাদ এর নিজ বাড়িতে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাঁচপীর ইউনিয়নের দেড় শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ী লুঙ্গী তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, আসন্ন পুজা নির্বিঘেœ উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হচ্ছে। বিএনপির নেতা কর্মীরা দূর্গা পুজার সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। পুজা উদযাপনে যাতে কোন প্রকার বিশৃঙ্খল সৃষ্টি না করা হয় বিএনপির পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমি আশা করি অতীতের সকল পুজার থেকে এ বছরের পুজা বাংলাদেশের মানুষ বেশি আনন্দের মধ্যে পালন করবে।