এম.এ.শাহীন:জন্ম- মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশের ৬৪ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলা।স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের প্রকাশিত জুন মাসের তুলনামূলক প্রতিবেদন অনুযায়ী রংপুরের তারাগঞ্জ উপজেলা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সাফল্যের পেছনে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানার নেতৃত্ব, সুপরিকল্পিত দিকনির্দেশনা ও তত্ত্বাবধান প্রধান ভূমিকা পালন করেছেন। সূত্রে জানাগেছে, ২০২৪ – ২০২৫ ইং অর্থবছরের ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজের মূল্যায়ন প্রকাশিত করা হয়। নিবন্ধন কার্যক্রমে ১২ মাসের লক্ষ্যমাত্রায় মুখ্য মাত্রায় ১৩৩ দশমিক ৪০ শতাংশ কাজ করে সারাদেশের দ্বিতীয় অবস্থানে স্থান পেয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা। জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরত্ব সম্পর্কে জানতে চাইলে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় জানান, নাগরিক অধিকার নিশ্চিত করতে নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মানিক মোহন্ত ও সয়ার ইউনিয়ন পরিষদের উদ্যােক্তা সাদ্দাম হোসেন বলেন, ডিজিটাল নিবন্ধন ব্যবহারের ফলে সাধারণ মানুষ এখন দ্রুত ও নির্ভুলভাবে সেবা পাচ্ছে। এ জন্য আমরা উপেজলা ইউএনও স্যারের উদ্যাগে নিয়মিত প্রশিক্ষন ও পরামর্শ পেয়ে কার্যক্রমকে আরো সহজ ও জনবান্ধব করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা জানান, এই সাফল্য কেবল প্রশাসনের নয়। এটি তারাগঞ্জ উপজেলাবাসীর। সম্মিলিত প্রচেষ্টার কারনেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আমি প্রত্যােক ইউনিয়ন পরিষদ,উদ্যাক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে যেন এই ধারা অব্যাহত থাকে।