ঢাকাMonday , 4 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএসআরএমে হামলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার-৫

Mahamudul Hasan Babu
August 4, 2025 12:42 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: বিএসআরএম স্টিল কারখানায় সশস্ত্র হামলা, লুটপাট ও শ্রমিকদের ওপর হামলার মামলার প্রধান আসামি তাজুল ইসলামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। নগরের কোতোয়ালী থানার কাজির দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কারাখানাটি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অবস্থিত।
গ্রেফতারকৃতরা হলেন, হলেন জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলীর মো. নুর আলমের ছেলে মো. তাজুল ইসলাম (২৭), একই থানার পরাগলপুরের বশির আহম্মদের ছেলে মো. ইমন (২৬), নিজাম উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলেন মো. হাসান (২২) এবং চাঁদপুর জেলার কচুয়া থানার সেংগুয়া এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. মাহবুব (২৬)।
র‌্যাব জানায়, গত ১ আগস্ট রাতে স্থানীয় সন্ত্রাসী হক সাবের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ ১৮-২০ জনের একটি দল বিএসআরএমের দুটি কারখানায় হামলা চালায়। এ সময় তারা অফিসে ভাঙচুর চালিয়ে নিরাপত্তাকর্মীসহ অন্তত তিনজনকে গুরুতর আহত করে এবং অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে বিপুল পরিমাণ স্ক্র্যাপ লোহা, নিরাপত্তা বেষ্টনীর টিন ও নগদ অর্থ লুটে নেয় এবং শ্রমিকদের হত্যা ও নির্দিষ্ট কয়েকজন নিরাপত্তাকর্মীকে নাম ধরে খোঁজার হুমকিও দেয়। এ ঘটনায় বিএসআরএমের ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কাজির দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে প্রধান আসামি তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই এলাকা থেকেই ইমন, সাদেক হোসেন, হাসান ও মাহবুবকে গ্রেফতার করা হয়।

সারাদেশ সর্বশেষ