বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : যারা নির্বাচনে পরাজিত হবেন, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কখনো পিআর, খখনো সংখ্যানুপাতি, আগে স্থানীয় নির্বাচন, কখনো এপ্রিল-জুনে নির্বাচনের দাবী জানাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই বিজয় আমাদের চুড়ান্ত বিজয় নয়, এই বিজয় র্যালি থেকে আমাদের শপথ নিতে হবে। জাতীয় নির্বাচন হওয়ার ক্ষেত্রে ওই ফ্যাসিষ্ট নেত্রী ও তার দোসড়রা বিভিন্নভাবে যড়যন্ত্র করছে, তা রুখে দিতে হবে।
তিনি আরো বলেন, বিগত ১৬-১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। কারো লুঙ্গীর ভিতরে থেকে আওয়ামীলীগ করি নাই। ৬০ লক্ষ নেতাকর্মী দেড় লক্ষ মামলা খেয়েছি। আমাদের নেত্রী খালেদা জিয়া ৭ বছর জেল খেটেছেন, তারেক রহমানের বিরুদ্ধে ৫০টির বেশী মিথ্যা মামলা, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ বছর জেল খেটেছেন। তারপরও বিএনপিকে ধ্বংস করতে পেরেছেন। বিএনপি ফিনিক্স পাখির মত। যেখানে ষড়যন্ত্র শেষ হয়েছে, সেখান থেকেই বিএনপি শুরু।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির আলোজিত বিজয় র্যালি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে বিজয় র্যালি বোদা ধানহাটি মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তাঁরা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফ হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা উপস্থিত নেতৃবৃন্দ।