ঢাকাTuesday , 5 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মিছিল-র‌্যালীসহ আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
August 5, 2025 4:04 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে পৃথক পৃথক ব্যানারে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে বিজয় মিছিল ও র‌্যালী,পথ সভা, গণমিছিল, কেক-কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিএনপি’র বিরল উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে পৃথক পৃথক ব্যানারে বিজয় র‌্যালী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন এবং পথ সভায় মিলিত হয়ে বক্তব্য রাখেন। একই ভাবে এনসিপি বিরল উপজেলা শাখার নেতৃবৃন্দ একটি বিজয় মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পথ সভা করেছেন।

একই দিন বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার নেতৃবৃন্দ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বিজয় র‌্যালীসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন। এর পরে জামায়াতে ইসলামী বাংলাদেশ বিরল উপজেলা শাখার আয়োজনে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া গণঅধিকার পরিষদ বিরল উপজেলা শাখার নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে কেক-কেটে বিজয় উদযাপন করেন।