Fri. Nov 22nd, 2024

আটোয়ারীতে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম,দারখোর ডুংডুংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, শরীর চর্চা শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার্থীদের মানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। উপজেলা পর্যায়ে যারা খেলাধুলায় ভালো করেছো তারা জেলা পর্যায়ে ভালো খেলে বিজয় ছিনিয়ে আনবে। তিনি আরও বলেন, আমার শিক্ষা জীবনে এমন কোন ইভেন্ট নাই যে আমি অংশ গ্রহণ করিনি। তোমরাও সকল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এতে তোমাদের মেধা বিকাশিত হবে। উল্লেখ্য, এ বছর ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, কাবাডি ও সাঁতারে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

Related Post

Leave a Reply