ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে ব্র্যাকের সাবেক কর্মচারী নিখোঁজের ১২ দিনে কোন সন্ধান মেলেনি

Mahamudul Hasan Babu
August 6, 2025 2:31 pm
Link Copied!

এম এ শাহীন: তারাগঞ্জ ব্র্যাক শাখার কর্মী যমুনা রায়ের স্বামী সাবেক তারাগঞ্জ ব্র্যাক শিক্ষা কর্মসূচির ফিল্ড  সুপারভাইজার  হরিদাস চন্দ্র রায় (৫০) নিখোঁজের ১২ দিনের পরেও খোঁজ মিলেনি। স্বামী নিখোঁজের ঘটনায় গত ৩১ জুলাই স্ত্রী যমুনা রায় তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডাযয়রি ( জিডি) করেন।

যমুনা রায় জিডিতে উল্লেখ করেম, তিনি তারাগঞ্জ ব্র্যাক শাখায় সিড়িও প্রকল্পে চাকুরি করে আসছেন। এ কারনে তিনি স্বামী হরিদাস চন্দ্র রায়  ও একমাত্র সন্তান নীহার রঞ্জনকে নিয়ে উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বাসা ভাড়া নি‌য়ে থাকেন।

গত ২৫ জুলাই রাত ৯ টায় তার স্বামী হরিদাস চন্দ্র রায় নিজ গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর বিন্যাকুড়ি বানিয়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। পরের দিন সকালে যমুনা রায় তার স্বামীর মোবাইল ফোনে কল দিলে বন্ধ পায়। এ সময় তিনি তার স্বামীর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে তিনি বাড়িতে পৌছাননি। পরে তিনি সহ তার পরিবারের লোকজন আত্নীয- স্বজনদের বাড়িতে খোঁজা- খোঁজি করেও সন্ধান না পেয়ে স্বামীর খোঁজ পেতে তারাগঞ্জ থানায় ৩১ জুলাই একটি সাধারণ ডায়েরি করেন। ব্র্যাক কর্মী যমুনা রায় জানান, চাকুরি ছেড়ে স্বামীকে কোথায় খুঁজবো। বাবাকে না পেয়ে আমার সন্তান কান্নায় ভেঙ্গে পড়েছে। পুলিশও কোন খোঁজ দিতে পারছে না। কি কারনে নিখোঁজ তা বোঝা যাচ্ছে না। তাকে কেউ অপহরন করেছে কি না তাও বুঝতে পারছি না। তারাগঞ্জ থানার এস আই প্রদীপ কুমার রায় জানান, নিখোঁজ হরিদাস চন্দ্র রায় কে খোঁজ করা হচ্ছে। মোবাইল ট্রাকিং  করে  দেখা যাচ্ছে ঢাকায় অবস্থান করেছেন তিনি।

নিখোঁজ হরিদাসচন্দ্র ইতিপূর্বে তারাগঞ্জে ব্রাক শিক্ষা কার্যক্রমে ফিল্ড  সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।