পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
বুধবার (৬ আগস্ট) বিকেলে পরিষদ ভবনের হলকক্ষে আয়োজিত এই সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এলাকাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর ইউনুস আলী, কৃষক দলের উপজেলা সভাপতি আইনুল হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, মনিরুল ইসলাম মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি আতিকুর রহমান, জাগপার ইউনিয়ন সভাপতি হোসেন আলী ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, মতের পার্থক্য থাকলেও লক্ষ্য এক—আমাদের এলাকা ও জনগণের উন্নয়ন। এজন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।