ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

Mahamudul Hasan Babu
August 7, 2025 9:47 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:‘তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়ায় বিশ্বময়’- এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা।
অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অর্থসহ কোরআন, ক্রেস্ট, ইসলামি সাহিত্য, সার্টিফিকেট, কলম, চাবির রিং, ব্যাগ এবং ছাত্রশিবিরের পরিচিতি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহিব্বুল্লাহ মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী। তিনি শিক্ষার্থীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক শিবির নেতা ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মু’তাসিম বিল্লাহ শাহেদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন।
ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু তার বক্তব্যে বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষতা অর্জনের বিকল্প নেই।
জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ২৪ গণবিপ্লবের মূল স্লোগান ‘We Want Justice’-এর আলোকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে মেধাবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”