ঢাকাWednesday , 9 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

Mahamudul Hasan Babu
October 9, 2024 11:01 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা আজ (৯ অক্টোবর) বুধবার দুপুরে কমরেড মোহাম্মদ ফরহাদ এর প্রামানিক পাড়ার বাসায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় নেতা পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ইমরান আল আমিন, পঞ্চগড় জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড এম এ হান্নান, দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড হাসান আলী, সাধারণ সম্পাদক কমরেড হরেন্দ্রনাথ বর্মন, বোদা উপজেলা কমিটির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলু, সাবেক ক্ষেতমজুর নেতা মুর্তুজা আলী, বোদা উপজেলা কমিটির সাবেক সভাপতি কমরেড ওসমান গনি, দেবীগঞ্জ উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ বর্মন প্রমুখ। স্মরণসভাটি পরিচালনা করেন বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজউদ্দিন মানিক। এর আগে সকাল ১০টায় কমরেড মোহাম্মদ ফরহাদ এর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।