মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুর বগুড়া মহাসড়কের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনা বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার মহাসড়কের বড়দরগাহ নামক স্থানে ।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় গাজীপুর থেকে পণ্যবাহী একটা কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো- ন- ১৫-৪১৪১) রংপুর অভিমুখে যাচ্ছিল। বড়দগাঁহ ওবারপাস পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে নিয়োজিত রাস্তায় দাড়িয়ে থাকা স্কেবেটরের সাথে সজোরে ধাক্কা লাগে। এত কার্ভাড ভ্যানের সামনের অংশ চুর্নবিচুর্ন হলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। নিহতরা হলেন চালক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের পুত্র বাইজিদ (২০) ও হেলপার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর পুত্র মুশফিক(২২)।
বড়দরগাঁহ হাইওয়ে থানার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ক্ষতিগ্রস্থ কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।