আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা-২০২৫ গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়েছে। গাংনীর ক্রীড়া সংগঠক, প্রাক্তণ খেলোয়াড়বৃন্দ ও চৌগাছা ইয়াং স্টার ক্লাবের মাসব্যাপী আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ধলা ফুটবল একাদশ ৫-৪ গোলে গাংনী উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর ক্রীড়া পরিষদ গোল্ডেন ডেথ শুট আইটে দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আজ বৃহস্পতিবার (০৭ আগষ্ট) বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে (সাহারবাটি) গাংনী উপজেলার সীমান্ত গ্রাম ধলা ফুটবল একাদশ বনাম গাংনী উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর ক্রীড়া পরিষদ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়।
বিকেল ৪ টার সময় আয়োজক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া ও সহ সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম উভয়দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় শেষে খেলার উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারী সুলেরী আলভী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী মাহবুবুল হক মাহবুব, সহকারী রেফারী হিসেবে ছিলেন, সাইফুল ইসলাম টুটুল ও মনিরুল ইসলাম মনি।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ধলা দলের গোলকিপার ফয়সাল হোসেন । পরে ফয়সালকে আহসান খেলা ঘরের পক্ষ থেকে জার্সি পুরস্কৃত করা হয়। আগামী ৯ আগষ্ট রোজ শনিবার বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার রামদেবপুর আজনবী ফুটবল একাদশের সাথে ধলা ফুটবল একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রড়িাবিদ আমিরুল ইসলাম অল্ডাম , সুলেরী আলভী, বখতিয়ার রহমান ও আসাদুল হক আসাদ।
দুটি শক্তিশালী খেলা দেখতে অর্থ্যাৎ খেলার মাঠে হাজার হাজার দর্শক .কানাই কানাই পূর্ণ ছিল । পুরুষের পাশাপাশি মহিলা দর্শকরাও উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।