মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোমো ট্রেডার্স এর মালিক জামিউল রহমানের গোডাউন থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও খাদ্য গুদাম কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বর্মন অভিযান পরিচালনা করে গোডাউনটি সিলগালা এবং উদ্ধারকৃত চাউলগুলো জব্দ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালিদা বানু জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।