ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে প্রাক্তন মাদ্রাসা শিক্ষার্থীদের পুনর্মিলনী

Mahamudul Hasan Babu
August 7, 2025 2:13 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপীনাথপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মাদ্রসা কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় মাদ্রাসাটির পরিচালক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদন্নবী চৌধুরী পলাশ। হাফেজ মাওলানা আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ছাড়ার অন্যান্য শিক্ষার্থী, স্থানীয় আলেম সমাজ, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির- মাওলানা রোকনুজ্জামান, ইবাদত হজ্বের ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলাম মাদ্রাসার সাবেক ছাত্র- হাফেজ মাওলানা গোলাম রব্বানী,খালাশপীন জামেমসজিদের ইমাম- হাফেজ মাওলানা নুরুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ শাখার নেতা হাফেজ মাওলানা সুলতান মিয়া, খেলাফত মজলিশ রংপুর জেলা সম্পাদক- মোহাম্মদ আলী মেজবা প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে প্রতিষ্ঠানটির অগ্রগতি ও ভবিষ্যত শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।