ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ধ্বসে পড়া ব্রীজ দুই বছরেও পুনঃ নির্মাণ হয়নি চরম দুর্ভোগে হাজারো মানুষ !

Mahamudul Hasan Babu
August 7, 2025 2:20 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট-পাঁচগাছী ইউনিয়নের বড়পাহাড়পুর-সাহাপুর গ্রামে নলেয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি ২০২৩ সালের বন্যায় নদীর প্রবল স্রোতের কারণে ধসে পড়ে। দুই বছর কেটে গেলেও সেতুটি পুনর্নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রায় ১০ হাজার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সেতুটি মেরামতে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের নদী পার হতে হচ্ছে নৌকায় বা ঝুঁকিপূর্ণ অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে। বর্ষা মৌসুম হওয়ায় দুর্ভোগের মাত্রা বেে গেছে। নদীর পানি বাড়লে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স কিংবা কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করতে না পারায় কৃষকরা তাদের ফসল বাজারজাত করতে পারছেন না। আর এতে করে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ইউপি সদস্য সাদা মিয়া বলেন“সেতুটি এই এলাকার প্রাণ। এটি ছাড়া যোগাযোগ ব্যবস্থা অচল। বিশেষ করে বর্ষাকালে স্কুলপড়ুয়া শিশুরা নদী পার হতে ভয় পায়। সাহাপুর গ্রামের মফিজুল ইসলাম ও মানিক মিয়া বলেন,গত দুই বছর ধরে তারা অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। দ্রুত সেতুটি পুনঃনির্মাণের ব্যবস্থা না নিলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে। পাঁচগাছী ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন,বিষয়টি আমরা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। এলাকাবাসীর দুর্ভোগ আমরাও বুঝি। দ্রুত কাজ শুরুর জন্য আবারো জানানো হবে। এদিকে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান,”বিষয়টি আমাদের নজরে আছে। এটি পুননির্মানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মান কাজ শুরু করা হবে।