মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর নামক গ্রামে যৌথ বাহিনীর ও থানা পুলিশের অভিযানে শ্রীমতি বৃষ্টি রানী (২৪) নামে এক চিহ্নিত মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
সেনাবাহিনী ও পুলিশ গোপন সূত্রে জানতে পারেন মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের শ্রীমতি বৃষ্টি রানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করেন। তারই সূত্র ধরে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ, ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইষ্ট বেংগল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন এতে সেনাবাহিনীর ১৮ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য সহ অংশগ্রহণ করেন। দীর্ঘ তিন ঘন্টার যৌথ বাহিনীর অভিযান চলাকালে শ্রীমতি বৃষ্টি রানীকে তার নিজ বাড়ি হতে বিদেশী মদ ১১ বোতল, দেশীয় মদ ০৬ বোতল,মোবাইল ০১ টি নগদ টাকা ২৬০০/- ছাব্বিশ হাজার টাকা সহ তাহাকে আটক করেন। থানা সূত্রে জানা যায় শ্রীমতি বৃষ্টি রানী বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।