পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । শনিবার বিকেলে উপজেলার শহরের ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা।
অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের জননী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনার দায়ে ২০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখার দায়ে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার এবং তাপমাত্রা সংরক্ষণ না করে ওষুধ রাখা, সৌজন্য স্যাম্পল ওষুধ রাখার দায়ে তিথি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদ প্রদান ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী কর্তৃপক্ষ।
এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম উদ দৌলা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বোদা বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে আমরা ভোক্তাদের সচেতনতার সহিত পণ্য দ্রব্য ক্রয়সহ নাগরিক সেবা নিতে পরামর্শ দিয়েছি। জনস্বার্থে ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে।