এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। আমরা তার আদর্শকে বুকে ধারণ করি ও লালন করি।
আমরা গত ১৫ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা ও ত্যাগকেকে ধারণ করে এবং প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রাম করে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছি।
তিনি বলেন- যারা রাজনৈতিক সুবিধা নিতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের বিএনপিতে কোনো স্থান নেই। বিগত এক দশকে যারা দমন-পীড়নের শিকার হয়েছেন, চাকরি, ব্যবসা-বাণিজ্য বা প্রশাসনিক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তারাই বিএনপি’র আসল শক্তি। তাদের নিয়েই নতুন প্রজন্মের তৃণমূল বিএনপি গড়ে উঠবে।
শনিবার বিকালে বিরল শহীদ মিনার চত্বরে জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এড. আব্দুল বাকীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশে^রুল ইসলাম ও বিরল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন।