এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে আদিবাসী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর যৌথ আয়োজনে এবং আদিবাসী সংগঠনের সহযোগিতায় আদিবাসী দিবস উপলক্ষ্যে বিরল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে ও কমিউনিটি কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য বক্তব্য রাখেন, বিরল থানার তদন্ত অফিসার আনিছুর রহমান সরকার, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর ম্যানেজার রেজাউল ইসলাম, আদিবাসীদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণ কড়া, সিলবানুস টুডু, সুমিতা মুর্মু প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান উপদেষ্টা বরাবরে গ্রামীণ কৃষি শ্রমজীবী ও ভূমিহীন আদিবাসী মানুষের পক্ষে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান করা হয়।