আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সরকারি আইন ও নিয়মনীতি মেনে একাধিক আবেদন থেকে যাচাই বাছাই পূর্বক ডিলার নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রকাশ্য লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস ডিলার নিয়োগের ভাগ্যবান প্রার্থী নির্ধারণ করেছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত নিয়োগ বোর্ড বা উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। তিনি ডিলার নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ডিলার ‘নিয়োগ নীতিমালা’ অনুযায়ী অসম্পূর্ণ আবেদন, ত্রুটিপূর্ণ কাগজপত্রাদি যাচাই-বাছাই কমিটি কর্তৃক বাতিলযোগ্য বিবেচিত হয়। একেকটি কেন্দ্রে যোগ্য একাধিক আবেদনকারী থাকায় বিজ্ঞ কমিটি ‘প্রকাশ্য লটারি’র মাধ্যমে ভাগ্যবান প্রার্থী নির্ধারণ করেন। অনেক আবেদনকারীর নীতিমালা সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা না থাকার পাশাপাশি স্বল্প সময়ের নোটিশে ডিলার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনপত্র সংযুক্ত নির্ভুল, ত্রুটিমুক্ত কাগজপত্রাদি দাখিল করতে অনেক আবেদনকারীকে হিমশিম খেয়ে এই লটারিতে অংশগ্রহণ করেন প্রার্থীরা। বিপুল সংখ্যক আবেদনকারী যাচাই-বাছাই পর্বে টিকে থাকাই বিজ্ঞ নিয়োগ কমিটি স্বচ্ছতা নিশ্চিতে লটারির সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার লটারির কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ড বা উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার আনচার্জ নুর মোহাম্মদ গাজী, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য, সরকারি দপ্তরের প্রধানগণসহ ডিলার নিয়োগ কমিটির বেসরকারি প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সকল আবেদনকারীগণ।