Sat. Nov 23rd, 2024

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে স্বপ্ন সুপার শপ নামের একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে

স্বপ্ন সুপার শপ নামের একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গাংনী উপজেলা শহরে অবস্থিত এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভূয়া স্টিকার ব্যবহার করার অপরাধে এ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক জরিমানা করা হয় ।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ,গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন,স্বপ্ন সুপার সপে কিছু পণ্যের মোড়কে এমএন ট্রেডার্স এর ভূয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্য গুলো বিক্রয় করে আসছিল। যার কোন ঠিকানা নেই, সেই প্রেক্ষিতে ভোক্তাদের ঠকানো হচ্ছিল। এ কারণে অভিযান চালিয়ে ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক জরিমানা করা হয় । তিনি আরো বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Post

Leave a Reply