ঢাকাSunday , 10 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যুবকের মরদেহ পড়ে ছিল বাড়ির পাশে সড়কে

Mahamudul Hasan Babu
August 10, 2025 6:39 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ পড়ে ছিল সড়কে। রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির কাছের একটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজিউল ওই গ্রামের নাজমুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজিউল রাতে বাজারে যায়। এরপর সেখান থেকে নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরেনি। ভোরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন নিহতের স্বজনসহ স্থানীয়রা। তবে দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এনিয়ে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
নিহত শ্যালক মিলন বলেন, আমাদের জানামতে কারো সাথে তার কোন শত্রুতা নেই। পারিবারিক ভাবে জানি তার বুকের ব্যথা ছিল। তিনি রাতে দেরী করে বাড়ি ফিরেন। কিন্ত এভাবে তার মৃত্যু আমরা রহস্যজনক মনে করছি। কীভাবে কি হয়েছে, আমরাও জানিনা। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করা হোক।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা তাৎক্ষণিক তেমন কোন আলামত পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার বুকের ব্যথা ছিল। এটিও মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিক ধারণা। তবে ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।।