ঢাকাMonday , 11 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও গাছ কেটে ফেলার অভিযাগ

Mahamudul Hasan Babu
August 11, 2025 6:01 pm
Link Copied!

আব্দুর রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুরে জমি দখল ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী মাজেদা বেগম ও তার ছোট ভাই হাবিবুর রহমান সম্প্রতি গোপালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর পৌর শহরের সূতীপূর্বপাড়া এলাকায় মাজেদা বেগম ও হাবিবুরসহ ৫ ভাই-বোন পৈত্তিকসূত্রে ৮০ শতাংশ জমি ভোগ দখল করে আসছিল। সে জমির চারপাশে বিভিন্ন প্রজাতের গাছও রোপন করেছিলেন। সম্প্রতি ভুক্তভোগীদের ভাই মোজাম্মেল হোসেন ও তার পরিবারের লোকজনসহ আরও অজ্ঞাত ৪/৫ জন সেই জমি প্রভাব দেখিয়ে দখলে নিয়ে প্রায় লাখ টাকার গাছ কেটে নেন।

এনিয়ে প্রথম দফায় সালিশের পর সর্বশেষ গত ১৫ জুলাই মিমাংসার পর ফের জমির পাশে রোপন করা গাছ ও বাঁশ কেটে নেন তারা। এ খবর পেয়ে ভুক্তভোগীরা বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আঘাতের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পরে এর প্রতিকার চেয়ে গোপালপুর থানায় অভিযোগ করেন মাজেদা ও হাবিবুর রহমান।

মাজেদা বেগম বলেন- তার ছোট ভাই হাবিবুর রহমানের দেয়া ৮০ শতাং জমি তার বড় ভাই মোজ্জাম্মেল হোসেন জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে জমিতে রোপন করা ৭০ থেকে ৮০টি বিভিন্ন প্রজাতের গাছ কেটে নিয়ে গেছেন। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠ সমাধান প্রার্থনা করেন।

স্থানীয় মাতাব্বর দোলোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে মিমাংসা হয়েছিল। পরের ব্যাপারে অবগত না।

গাছ ক্রেতা বাছেদ বলেন, ১৭ থেকে ১৮টি গাছ ছিল। ৩০/৩৫ হাজার দাম হবে। তারা পরিবারিকভাবে মিলে যাওয়ার পর গাছগুলো কেটে নিয়েছি।

মাজেদা বেগমের বড় ভাই মোজাম্মেল হোসেন বলেন, জমি দিয়েছি, কিন্তু গাছ তো দেয়া হয়নি। তাই গাছ কেটে বিক্রি করেছি। এনিয়ে সালিশি বৈঠক হয়। সে সালিশে মাতাব্বররা সমাধান করে দেয়।

এ বিষয়ে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।