ঢাকাTuesday , 12 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বৃত্তি পরীক্ষায় বৈষম্য না করার দাবি কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের

Mahamudul Hasan Babu
August 12, 2025 6:06 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:‘আমরা শিশু, এই বয়সেই আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। সব প্রস্ততি নিলেও আমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে দেয়া হচ্ছে না। আমরা কি বাংলাদেশের নাগরিক না? কি অপরাধ করেছি আমরা? কেন আমাদের সাথে এমন আচরণ?’ এমনভাবেই ক্ষোভ প্রকাশ করেন পঞ্চগড় লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা বিনতে রহমান। শুধু মায়মুনা নয় এই ক্ষোভ জেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীদের।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক সংবাদ সম্মেলনে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তারা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চগড়ের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি সামসুজ্জামান বিপ্লব।
এসময় অন্যদের মধ্যে জেলা কিন্ডারগার্টেন সোসাইটি পঞ্চগড়ের সভাপতি সোয়েব আলী সবুজ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।
বক্তারা জানান, গণঅভ্যত্থান পরবর্তী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হওয়ার কথা থাকলেও কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা বড় বৈষম্যের শিকার হতে যাচ্ছেন। তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ রাখা হয় নি। হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশে সেখানে শিশুদের সাথে এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত নেয়ায় বিস্মিত তারা। তাই ১৭ জুলাইয়ের পরিপত্রটি বাতিল করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার জোর দাবি জানান তারা। আগামী ২০ আগস্টের মধ্যে দাবি মানা না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেড়াও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেড়াওসহ মার্চ ফর ঢাকা কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।