আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজ (বর্তমানে বঙ্গবন্ধু কলেজ নামকরণ করা হয়েছে ) উন্নয়নের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের অনুদানের টাকা গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ মহোদয়ের নিকট প্রদান করা হলেও সেই টাকার কোন হদিস মিলসে না। সেই লাখ লাখ টাকা অধ্যক্ষ নাকি সভাপতির পকেটে-সেই হিসাবে মেলেনি। স্বৈরাচারী সরকারের পতনের পর এলাকাবাসী দূর্নীতিবাজ অধ্যক্ষ মাসুম উল হক মিন্টুকে কলেজ থেকে বিতাড়িত করার পর দুর্নীতির থলের বিড়াল এবার বেরিয়ে আসতে শুরু করেছে। তৎকালীন গভর্নিং বডির সভাপতি তেরাইল গ্রামের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বিশ্বাস ও তার শ্যালক সাবেক এমপি সাহিদুজ্জামান খোকন কলেজ উন্নয়নের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কলেজ উন্নয়নে ব্যয় না করে সমুদয় অর্থ আত্মসাত করেছে বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় অভিভাবক ও সচেতনমহল কলেজের অর্থনৈতিক বিষয়টির খোঁজ খবর নিতে গেলে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা তাদের ক্ষোভের কথা ও টাকা পয়সা লেন দেনের কথা তুলে ধরেন। তারা জানান, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে মোটা অংকের উৎকোচ দিয়ে অপেক্ষাকৃত সিনিয়র শিক্ষক পরিচয় দিয়ে অবৈধভাবে অধ্যক্ষ পদটি দখল করে বসে রয়েছেন। শিক্ষা বোর্ডের নিয়োগ বিধি উপেক্ষা করে কাগজ কলমে অধ্যক্ষ হয়ে নিয়োগ বাণিজ্য চালিয়ে গেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কলেজ প্রতিষ্ঠার পর সাইফুল ইসলাম প্রভাষক (ভূগোল) এর নিকট থেকে ২ লাখ টাকা তৎকালীন সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান প্রভাষক (সাচিবিক বিদ্যা) এর নিকট থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ও নাজমুল হুদা প্রভাষক হিসাব বিজ্ঞান) এর নিকট থেকে তৎকালীন অধ্যক্ষ মরহুম গোলাম মোস্তফা ২ লাখ ২০ হাজার টাকা গ্রহন করেন। রবিউল ইসলাম প্রভাষক (পদার্থ ) এর নিকট থেকে তৎকালীন সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস ৩ লাখ টাকা,অপর্ণা হক প্রভাষক (বাংলা ) এর নিকট থেকে সাবেক এমপি সাহিদুজ্জামান খোকন নিয়েছেন ৬ লাখ ৫০ হাজার টাকা, শুকচাঁদ আলী প্রভাষক( ব্যবস্থাপনা) এর নিকট থেকে অধ্যক্ষ মিন্টু নিয়েছেন ৪ লাখ টাকা, মোখছেদুর রহমান প্রভাষক (ইংরেজি) এর নিকট থেকে অধ্যক্ষ মিনটু নিয়েছেন ১২ লাখ টাকা, সুজাউদ্দৌলা প্রভাষক (পরিসংখ্যান) এর নিকট থেকে সাবেক সভাপতি এমপি নিয়েছেন ১৫ লাখ টাকা, হোসনেয়ারা খাতুন প্রভাষক (প্রধান লাইব্রেরীয়ান) এর নিকট থেকে অধ্যক্ষ মিন্টু নিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা , পিংকি আক্তার (কম্পিউটার অপারেটর) এর নিকট থেকে অধ্যক্ষ নিয়েছেন ১০ লাখ টাকা, আব্দুল্লাহ ইবনে আদহাম ( ল্যাব সহকারী) এর নিকট থেকে নেয়া হয়েছে জমি, জান্নাতুল নাইম (ল্যাব সহকারী) এর নিকট থেকে অধ্যক্ষ নিয়েছেন ১০ লাখ টাকা, শিমুল হোসেন (ল্যাব সহকারী) এর থেকে সাবেক এমপি নিয়েছেন ২ লাখ টাকা, আবু সাইদ (ল্যাব সহকারী) এর নিকট থেকে অধ্যক্ষ মিন্টু নিয়েছেন ৮ লাখ টাকা, শ্রী পারুল (পরিচ্ছন্নতাকর্মী) এর নিকট থেকে অধ্যক্ষ মিন্টু নিয়েছেন ৮০ হাজার টাকা । হিসাবে মতে দেখা গেছে, সাবেক অধ্যক্ষ মরহুম গোলাম মোস্তফা নিয়েছেন ৩ লাখ ৫০ হাজার টাকা , বর্তমান অধ্যক্ষ মাসুম উল হক মিন্টু নিয়েছেন ৪৯ লাখ ৩০ হাজার টাকা, সাবেক সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস নিয়েছেন ৫ লাখ টাকা এবং সাবেক সভাপতি সাবেক এমপি সাহিদুজ্জামান খোকন নিয়েছেন ২৩ লাখ ৫০ হাজার টাকা। সর্বসাকুল্যে ৮১ লাখ ৩০ হাজার টাকা ।
এব্যাপারে কলেজের বিড়াড়িত অধ্যক্ষ মাসুম উল হক মিন্টুর সাথে অর্থ আত্মসাতের বিষয় জানতে চাইলে তিনি জানান, কলেজ উন্নয়নের লক্ষ্যে শিক্ষক কর্মচারীদের নিকট থেকে অনুদানের টাকা নেয়া হয়েছে একথা সত্য। তবে সেই টাকা ম্যানেজিং কমিটির সভাপতিকে বুঝিয়ে দেয়া হয়েছে।আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের পরিমান সঠিক নয়। আমার হিসাব মতে ১৬/১৭ লাখ টাকা আমার নিকট থাকতে পারে। তিনি আরও বলেন, কলেজে এ নিয়ে গভর্নিং বডির সাথে বসে সমুদয় হিসাব উত্থাপন করা হবে।