আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাংনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে যুব র্যালি, আলোচনা সভা, ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুস্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট)গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী ।
অনুষ্ঠানের শুরুতেই দিবসের লক্ষ্য ও তাৎপর্য -উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, প্রযুক্তি গত দক্ষতা অর্জন করে যুব যুবাদের আত্মকর্মী ও উদ্যোক্তা হয়ে দেশের অগ্রগতিতে অংশ নিতে হবে। বাংলাদেশের জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগ যুবক যুবা । এদেরকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। শিক্ষিত অথবা অর্ধশিক্ষিত যুবক যুবাদের দক্ষতা বৃদ্ধিতে নানা ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।
একইভাবে ইউএনও ও প্রতিনিধি ডা. মোত্তালিব আলী উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল গ্াফ্ফার, বিশিষ্ট শিক্ষাবিদ ও গাংনী মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাষ্টার প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাংনী উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মকিমউদ্দীন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, পিএসকেএস এর প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম , মুকুল সেবা ও যুব সংঘের পরিচালক বদরুজ্জোহা মুকুল প্রমুখ।
কর্মসূচীর শুরুতেই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলীর নেতৃত্বে আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষার্ণী যুবক যুবাদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাকক্ষে গিয়ে শেষ হয়।
আলোচনা শেষে বিশেষ অবদান ও সফল এবং শ্রেষ্ঠ যুব সংগঠক, উদ্যোক্তা যুবক যুব মহিলা আত্মকর্মী ও উদ্যোক্তাদের পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের ২য় পর্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ্ এনজিও প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ প্রশিক্ষণাথীবৃন্দ।