ঢাকাWednesday , 13 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট -২০২৫ গাংনী উপজেলা পরিষদ একাদশ বনাম গাংনী পৌরসভা ফুটবল একাদশের খেলা ড্র

Mahamudul Hasan Babu
August 13, 2025 5:12 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগষ্ট মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম (সাহারবাটি) মাঠে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা গাংনী উপজেলা পরিষদ ফুটবল একাদশ বনাম গাংনী পৌরসভা ফুটবল একাদশ ১-১ গোলে সমতা নিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন খেলা শেষে উভয়দলকে যৌথভাবে বিজয়ী ঘোষনা করেন।
আয়োজক কমিটির সভাপতি ও প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ঘোষনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, গাংনী থানা ভারপ্র্াপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ, বিআরডিবি অফিসার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, কাথুলী ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন, রাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, বামন্দী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম, সাহারবাটি ্ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা, ছাত্র সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন জীবন, গাংনী পৌরসভার সদস্য সচিব সহকারী প্রকৌশলী শামীম রেজাসহ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের কোচ ম্যানেজার সহ সকলকে সৌজন্য পুরস্কার উপহার দেয়া হয়।