ঢাকাWednesday , 13 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে সনদ জালিয়াতি করে ২১ বছর ধরে শিক্ষকতা

Mahamudul Hasan Babu
August 13, 2025 5:22 pm
Link Copied!

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাল সনদ দিয়ে ২১ বছর ধরে চাকরি করে যাচ্ছেন এক শিক্ষক। উপজেলার কবিরাজহাট আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিদ্যা) রফিকুল ইসলামের (ইনডেক্স নম্বর ১০০২৩৫৮) বিরুদ্ধে বিএড জাল সনদ দিয়ে চাকুরী ও দ্বিতীয় উচ্চতর স্কেলে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সনদ জালিয়াতির অপরাধে চাকরিচ্যুত করা সহ গৃহীত বেতন ভাতার সমুদয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা নিতে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) এবং উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ করেছেন এক ছাত্রীর অভিভাবক আনোয়ার হোসেন।
জানা যায়, ২০০২ সালে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এমপিও ভুক্ত হন ২০০৪ সাল থেকে। রংপুর টিটিসিতে বিএড পরীক্ষায় পাশ না করে ২০০৭ সালে পাশ দেখিয়ে জাল সনদ দিয়ে ২০০৮ সালে বিএড স্কেলে প্রাপ্ত হন।
তাছাড়া নিয়মনীতির তোয়াক্কা না করে সেই ভূয়া সনদ দিয়েই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিধিমালা অনুযায়ী ৮ বছর পূর্ণের আগেই ২০১৩ সালের জুলাইয়ে উচ্চতর স্কেলে প্রাপ্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয় ২০২১ সালে দ্বিতীয় উচ্চতর স্কেলে দেয়ার সিদ্ধান্তের ফলে ঐ শিক্ষক নতুন করে শান্তমারিয়াম থেকে অন্য একটি বিএড সনদ দাখিল করে বিএড স্কেল প্রাপ্ত জুলাই/২০০৮ এর স্থলে ২০০৭ এবং প্রথম উচ্চতর স্কেল প্রাপ্ত ২০১৩ এর স্থলে জুলাই ২০১৫ সালে পরিবর্তন করে দ্বিতীয় উচ্চতর স্কেলে ২০২৪ সালে প্রাপ্ত হয়।
অভিযুক্ত সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিএড ট্রেনিং করেছি তবে পাশ করতে পারি নাই। তখনকার কর্তৃপক্ষের পরামর্শেই অকৃতকার্য সনদ দাখিল করেছি।
কবিরাজহাট আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে। সম্প্রতি শুনতে পাচ্ছি রফিকুল ইসলামের বিএড সনদ জাল এবং একজন সচেতন অভিভাবক অভিযোগ করেছেন।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট দিনাজপুর মাধ্যমিক শিক্ষা অফিস।